সাধু সমাগমে থই থই কুম্ভ

প্রতিবারের মতো এবারেও ব্যাপক পরিমাণ সাধু সমাগম হয়েছে অর্ধকুম্ভ মেলায়। কুম্ভমেলায় নানা সাধু সন্ন্যাসীদের দেখা মেলা। কেউ মাথায় রুদ্রাক্ষের বিশাল জটা বানিয়ে ঘোরেন, তো কেউ এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেন। সবথেকে বেশি দেখা মেলা নাগা সন্ন্যাসীদের। মোক্ষ লাভের আশায় মকরস্নান করতে সকলেই জড়ো হয়েছেন প্রয়াগরাজে।

Related Videos