কুম্ভমেলায় ‘আখড়া’র ইতিহাস জানুন

বলা হয় যে আগে, আখড়াতে সাধুদের অস্ত্র বিদ্যার প্রশিক্ষণ দেওয়া হত। দেশে যুদ্ধ হলে বা কোনও কারণে রাষ্ট্রকে সশস্ত্র সেনা দিয়ে রক্ষা করতে হলে এই আখড়ার সাধুরা যুদ্ধে নামতেন। কুম্ভমেলায় প্রতিবার বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা জড়ো হন। এ যাবত অটল আখড়া, নির্মোহী আখড়ার মতো ১৩ টি আখড়ার সন্ন্যাসীরা কুম্ভমেলায় অংশ নিয়েছেন। এবছর স্বীকৃতি মিলেছে রূপান্তরকামী সাধুদের কিন্নর আখড়ার।

Related Videos