কুম্ভমেলায় পৌষ পূর্ণিমার স্নান

বলা হয় পৌষ মাষের শুক্লপক্ষের ১৫ তম দিনে পৌষপূর্ণিমা পালিত হয়। প্রয়াগরাজে এই বিশেষ দিনে কুম্ভমেলায় দর্শনার্থীদের স্নানের আলাদা গুরুত্ব রয়েছে। শুধুমাত্র তিন নদীর সঙ্গমস্থলেই নয় আজ ভারতের অন্যান্য পবিত্র নদীতেও মোক্ষলাভের আশায় স্নান করেন সাধারণ মানুষ.