প্রিয়াগ্রাজের ইতিহাস কি?

শুধু কুম্ভমেলা নয়, ঐতিহাসিক ও পৌরাণিক দিক থেকে প্রয়াগরাজও একইভাবে গুরুত্বপূর্ণ। রামায়ণ ও মহাভারতেও এই স্থানের উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, বিষ্ণু সৃষ্টিকর্ম শুরু করার আগে ব্রহ্মা পৃথিবীতে এক জায়গায় যজ্ঞের আয়োজন করেন। সেই জায়গাটিই হল প্রয়াগরাজ। তাই একে তীর্থরাজ নামেও ডাকা হয়।

Related Videos