কীসের টানে কুম্ভে?

যুগ যুগ ধরে কীসের টানে লাখো মানুষ হাজির হন কুম্ভে এ এক রহস্য। প্রচণ্ড শীতের রাতে, ঠাণ্ডা যখন হাড় কাঁপিয়ে দিচ্ছে সেসব অগ্রাহ্য করে মানুষ অমোঘ বিশ্বাসে ডুব দিচ্ছেন গঙ্গায়। কেউ জীবনের শেষ সীমান্তে দাঁড়িয়ে, কেউ বা আবার সদ্যোজাত সন্তানকে নিয়ে পূণ্য অর্জনের আশায় এসেছেন। সারাভারতের এক ক্ষুদ্র সংস্করণ যেন এই প্রয়াগরাজ।