কুম্ভমেলা মানে কেবলই তো ভক্ত সমাগম নয়, বিচিত্র সাধু সমাগমও। সাধনা করার এক একজনের এক এক রকমের পথ, কেউ এক পায়ে খাড়া হয়ে খাড়েশ্বর বাবা, কেউ মৌন ব্রত পালন করে মৌনী বাবা। উত্তর প্রদেশের প্রয়াগরাজে ২০১৯ সালের অর্ধকুম্ভ মেলাতে এমনই এক মনোযোগ আকর্ষণকারী ‘সাধু’ হলেন রুদ্রাক্ষ বাবা! তাঁর আসল নাম মহন্ত শক্তি গিরিজি মহারাজ, সারা গাঁয়ে ছাই মেখে তিনি মাথায় রুদ্রাক্ষের তৈরি বিশাল জটা মুকুট পরেছেন। ১১ বছর ধরে তিনি সাধনার জন্য এই মুকুট পরে রয়েছেন মাথায়।