কুম্ভ মেলায় উটের সওয়ারি

এবছর প্রথমবার কুম্ভমেলায় উটে চেপে ঘোরার সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে বর্ষাকালে প্রচুল জল থাকলেও, বর্ষা শেষ হলেই জল কমে এলাকায় বালির স্তর পড়ে যায়। সেই বালিতে চলাচলের অসুবিধা হয় দর্শনার্থীদের জন্য এবার মরু জাহাজ উটের ব্যবস্থা করা হয়েছে।