কুম্ভে বৃন্দাবনের ভজনমণ্ডলী

এই বছর কুম্ভে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটেছে। তার মধ্যে বৃন্দাবনের ভজনমন্ডলীর নাম উল্লেখযোগ্য। বৃন্দাবন থেকে একদল মানুষ কুম্ভে উপস্থিত হয়ে নানারকম ভক্তিগীতি ও ভজন উপস্থিত সকলের সামনে পরিবেশন করছে। চলুন দেখে নেওয়া যাক।

Related Videos