পুজোয় বাচ্চাদের সুস্থ রাখবেন কিভাবে,পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞ ব্রজগোপাল রায়ের

পুজোর এই কটা দিন শুধুই আনন্দ।তার সঙ্গে খাওয়া দাওয়া। আর ছোটোদের তো কথাই নেই।লুচি আালুর দম দিয়ে শুরু করে পিৎজা,বার্গার আরও কত কি! রোদ,গরম আর এলাহি খাওয়া দাওয়ায় বাচ্চাদের অসুস্থ হওয়ার প্রবনতা বেশি।সুস্থ থাকতে পুজোর এই কটা দিন কি করবেন পরামর্শ দিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ব্রজগোপাল রায়।

Related Videos