১৩-তেও আন্তরিক দেবীবন্দনা বৈদিক ভিলেজে

এবছর বৈদিক ভিলেজ স্পা রিসর্টের পুজোর ১৩ তম বছরের পুজো। শহরের বুকে জেগে ওঠা ছবির মতো একটুকরো গ্রামের শান্ত পরিবেশে ঘরোয়া এবং বারোয়ারি পুজোর স্বাদ এক ছাদের নীচে পেতে চাইলে আসতে হবে এখানে। রয়েছে নানা অনুষ্ঠানও।