দেশপ্রিয় পার্কের পুজোয় জনপ্লাবন

দেশপ্রিয় পার্কের পুজোর প্রতিমা সাবেকি একচালার। মায়ের এই রূপ দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। ভাললাগা এবং ভক্তি, দুইয়ে মিলিয়ে দেশপ্রিয় পার্কের পুজো দেখতে আসা প্রতিটি দর্শণার্থীর মন যেন আলাদা এক আনন্দে ভরে উঠছে।