১১০-এ পা সাবেকি পুজো বৃন্দাবন মাতৃমন্দিরের

পাড়ার পুজো যখন ঘরের পুজো হয়ে ওঠার জীবন্ত উদাহরণ বৃন্দাবন মাতৃমন্দির। ১১০ বছরে পা রেখে মণ্ডপসজ্জায় পুজো কমিটি তুলে নিয়ে এসেছে বাংলার লোকশিল্পের নানা নিদর্শন।