হেলিকপ্টার ইলার প্রোমোশনে কলকাতায় এসে NDTV Bangla-র মুখোমুখি পরিচালক প্রদীপ সরকার

মা আসছেন। আর এমন সময়ই কলকাতায় ঘুরে গেলেন আরও এক মা। প্রদীপ সরকার পরিচালিত হেলিকপ্টার ইলার প্রোমোশনে কলকাতায় উপস্থিত হলেন পরিচালক প্রদীপ সরকার সহ কাজল, ঋদ্ধি সেন ও টোটা রায় চৌধুরী। শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের পর NDTV বাংলার মুখোমুখি হলেন পরিচালক প্রদীপ সরকার।