ইউনিকর্ণ নিয়ে আড্ডায় দেবলীনা, তথাগত ও প্রযোজক অনিমেষ

দেবলীনা ও তথাগতর আসন্ন ছবি ইউনিকর্ণ। সেখানে কেন্দ্রীয় চরিত্র অপালার জীবনে ঘটে চলা কিছু ঘটনা টেলিপোর্টেশন নাকি ইলিউশন তার উত্তর খুঁজতে এগিয়ে চলবে গল্প। ইউনিকর্ণ নিয়ে আড্ডায় NDTV বাংলার সঙ্গে উপস্থিত দেবলীনা, তথাগত ও প্রযোজক অনিমেষ।