৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাচ্চা শ্বশুর। ছবিতে অভিনয় করেছেন জিৎ, কৌশনী, চিরঞ্জিৎ, আমন, উর্মিমালা বসু প্রমুখ। পরিচালনা করেছেন বিশ্বরূপ বিশ্বাস। চিত্রনাট্য, সংলাপ ও গল্প পাভেলের মস্তিস্ক প্রসূত। বাচ্চা শ্বশুর মুক্তির আগে ছবি নিয়ে আড্ডা দিলেন জিৎ ও পাভেল।