চুপকথা ২-তে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পার্নো মিত্র

হইচই-তে আগামী ৫ এপ্রিল থেকে স্ট্রিমিং শুরু হবে ওয়েব সিরিজ চুপকথা ২-এর। এর আগের সিরিজে পার্নো মিত্র অভিনীত শিভাঙ্গি চরিত্রটি মন জয় করে নিয়েছিল সকলের। চুপকথা ২-এর স্ট্রিমিং শুরুর আগে নিজের ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।