ভালোবাসার আলো জ্বালবে সাঁঝের বাতি

মল্লিকা মল্লিক উত্তর কলকাতার অভিজাত পরিবারের গিন্নি। স্বামী, দুই ছেলে, শাশুড়ি নিয়ে যৌথ পরিবার। কিন্তু কপালের ফেরে আচমকাই বড় ছেলে অন্ধ হয়ে যায়। মল্লিকা কি পরিস্থিতির স্বীকার হলেন? জানালেন 'মল্লিকা' জুন মালিয়া।