''নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে প্রশ্ন তুলবে 'গুমনামী'': সৃজিত মুখোপাধ্যায়

৭৪ বছর ধরে নেতাজি নেই। কিন্তু তাঁর অন্তর্ধান নিয়ে আজও সঠিক সিদ্ধান্তে আসতে পারল না দেশ। নিছকই অবহেলা? নাকি নেপথ্যে লুকিয়ে আরও গূঢ় কারণ? আগামী ছবি 'গুমনামী' নিয়ে NDTV-কে নানা কথা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।