পুজোয় ডান্ডিয়া ডান্সে চমক দিতে তৈরি সুগম সুধীর হাউজিং কমপ্লেক্সের আবাসিকরা

পুজো একেবারে দোরগোড়ায়।তাই এখন ভীষণ ব্যস্ত দক্ষিণ কলকাতার সুগম সুধীর হাউজিং কমপ্লেক্সের আবাসিকরা।জোরকদমে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্র্যাকটিস।আর মণ্ডপের ফিনিশিং টাচেও যাতে কোনও খামতি না থাকে তাই শিল্পীর সঙ্গে রাতও জাগছেন তারা। সুগম সুধীরের এবারের থিমে বার্তা থাকছে জল সংরক্ষণের ওপর। পুজোর এই কটা দিনের জন্য বছরভরের অপেক্ষা।তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না আবাসিকরা।ছোট থেকে বড় পিছিয়ে নেই কেউই। ষষ্ঠী থেকে নবমী ঠাসা অনুষ্ঠান রয়েছে এখানে। আগমনীর সুর দিয়ে শুরু করে ডান্ডিয়া ডান্স সব কিছুরই থাকছে আয়োজন।

Related Videos