নাচ,গান আর একে অপরের প্রতি একরাশ ভালোবাসা দিয়ে পুজোয় মাততে তৈরি কোবাসিয়া ভিন

কোবাসিয়া ভিন।দক্ষিণ কলকাতার এই হাউজিং এ গেলে বোঝার উপায় নেই যে এটি কোনও আবাসন।যেন একান্নবর্তী পরিবার। চলছে জোরকদমে প্রস্তুতি। নাচ,গান আর একে অপরের প্রতি একরাশ ভালোবাসা দিয়ে ওরা সাজিয়েছে ওদের পুজোর চারদিনের রোজনামচা।