ভাতের মধ্যে তেল, নুন মেখে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতেই সবথেকে ভালোবাসে সারেগামাপার মঞ্চ মাতানো স্নিগ্ধজিৎ

হাতে প্রচুর কাজ দম ফেলার ফুরসত নেই সারেগামাপার মঞ্চ মাতানো স্নিগ্ধজিৎ এর। তবু তারই মধ্যে একটু সময় বের করে রবীন্দ্র সরোবরে লেকের ধারে এনডিটিভির বাংলার সঙ্গে একটু আড্ডা দেওয়া আর অবশ্যই গান শোনানো। পড়ন্ত বিকেলে লেকের নিটোল জলের ধারে হাঁটতে হাঁটতে তার গলি থেকে রাজপথের গল্প শুনলাম আমরা।