দীপাবলিতে কেমন করে সাজাবেন নিজেকে তারই সন্ধান শর্বরী দওর "শূন্যতে "

আলোর উৎসব দীপাবলি সামনেই, কেমন করে সাজবেন, কেমন করে সাজাবেন নিজেকে? শর্বরী দত্তর শূন্য তে রয়েছে তার সন্ধান। শর্বরী দত্তর সিগনেচার ডিজাইন- ঠাসা কাঁথার বুনোট হোক বা ফিউশন ডিজাইন,পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য রয়েছে নানান রং আর ডিজাইনের ইনোভেটিভ কালেকশনস।