অধরা 'মাধুরী' যখন ধরা দেন শব্দ-দৃশ্যবন্ধনে

সত্যজিৎ রায়ের 'সমাপ্তি'র মৃন্ময়ী থেকে অনুমিতা দাশগুপ্তের 'বহমান'। আবহমান কাল ধরে বহমান অপর্ণা সেন। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন। ব্রাত্য বসু, অর্পিতা চট্টোপাধ্যায়কে সঙ্গী করে ২৯ নভেম্বর স্বর্ণযুগের সেই জুটির রসায়ন আরও একবার দর্শকদের সামনে আসছে। তার আগে NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে ছবি নিয়ে, চরিত্র নিয়ে অনর্গল অপর্ণা সেন।

Related Videos