রাজস্থানে এনডিটিভির মুখোমুখি রাহুল গান্ধী

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতছেনই তাঁরা, প্রবল আশাবাদী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাজস্থানে রাহুল বলেন, “মোদি আর প্রধানমন্ত্রী হবেন না। গত পাঁচ বছরে যে ধরণের শাসন চলেছে রাজ্যে তাতে এটা পরিষ্কার যে মানুষ আর তা চাইছেন না। কোনও কর্মসংস্থান হয়নি। জিএসটি এবং নোটবাতিল মিলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এবারেই মোদি ফলাফল টের পাবেন।” এখানেই শেষ নয়, রাহুল আরও জানান, উত্তরপ্রদেশেও এবার ধর্মনিরপেক্ষ একটি দলই ক্ষমতায় আসবে।