উত্তম-সুচিত্রা-‘সপ্তপদী’....আর ষোলআনা বাঙালিয়ানা পেটপুজো

মহালয়া থেকে একাদশী---বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত প্যান্ডেল হপিংয়ের (Durga Puja 2019) সঙ্গে যদি উত্তম-সুচিত্রা আর ডাব চিংড়ি, মাটন, চিকেন, চিংড়ির স্বাদু পদ পান, ব্যাপারটা কেমন হবে? দেখে নিন ভিডিওয়।