বিহার আসন ভাগাভাগি: জেডিইউ বিজেপি 17 টি করে,এলজেপি 6

বিজেপি আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য বিহারে আনুষ্ঠানিকভাবে আসন ভাগাভাগির ঘোষণা করেছে। বিভাগটি প্রত্যাশিত পথেই হয়েছে- বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের জন্য ১৭ টি করে এবং রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টির জন্য ছয়টি। বিজেপির প্রধান অমিত শাহ এই ঘোষণা করেন। এই ঘোষণার দিন কয়েক আগেই দল থেকে বেরিয়ে যান উপেন্দ্র কুশওয়াহা। গত কয়েকদিন ধরে বিজেপির নেতৃত্বদের দীর্ঘ বৈঠক চলেছে। অরুণ জেটলি এবং রামবিলাস পাসওয়ানও সেই মিটিং-এর গুরুত্বপূর্ণ অংশ। রামবিলাস রাজ্য বিধানসভার আসন ভাগে বিরক্তই হয়েছিলেন। বিজেপি অক্টোবরেই ৫০:৫০ আসনভাগের প্রতিশ্রুতি দিয়েছিল তাঁকে। উপেন্দ্র কুশওয়াহার প্রস্থান শেষে, এলজেপি'র আসন চার থেকে বেড়ে হয় ছয়। কিন্তু দলের অভ্যন্তরীণ নেতৃত্বরা বলেছিলেন, রামবিলাস পাসওয়ান রাজ্যসভা আসনের বিষয়ে বেশি উদ্বিগ্ন। গত সপ্তাহে, রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান বিজেপিকে ‘ফলাফল’ সম্পর্কে সাবধান করে দিয়েছিলেন যে, যদি আসন ভাগ করা চূড়ান্ত না হয়, তাহলে এলজেপি সম্পর্কে যে ধারণা জোরদার হচ্ছে যে তারাও জোট থেকে বেরিয়ে যাচ্ছে সেই কথা যেন মনে রাখা হয়। তাঁর টুইটগুলিতে বিরোধী নেতা তেজস্বী যাদব ও উপেন্দ্র কুশওয়াহা মহাজোটে যোগদানের আমন্ত্রণও জানান

Related Videos