কমল জিএসটি, সস্তা হল 32-ইঞ্চি টিভি, সিনেমার টিকিট

শনিবার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কাউন্সিল ২৮ শতাংশ ট্যাক্সের আওতা থেকে সাতটি সামগ্রী বাদ দিল। মনিটর এবং ৩২ ইঞ্চি পর্যন্ত টিভি, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেম কনসোলের মতো ছয়টি সামগ্রীকে ২৮ শতাংশের ট্যাক্স স্ল্যাব থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হল। প্রতিবন্ধী ব্যক্তিদের বহনের গাড়ি এবং আনুষাঙ্গিকের ট্যাক্সও ২৮ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে বলে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন

Related Videos