প্রাইম টাইম: নির্বাচনে বাকি 85 দিন, রাজনৈতিক দলগুলির প্রস্তুতি উত্তুঙ্গে

উত্তর প্রদেশের রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনের আগেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচনের আগে হাতে রয়েছে আর প্রায় 85 দিন এবং এর আগেই সপা ও বসপা কাল তাঁদের জোটের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। অখিলেশ যাদব আজকে কনৌজে বলেছেন যে, রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার জন্য প্রয়োজনীয় আঠা তিনি পেয়ে গিয়েছেন। আঠাটি হল বিজেপি। এই দুই দল গত কয়েক সপ্তাহ ধরেই কথোপকথন চালিয়ে নিয়ে গিয়েছে। গত সপ্তাহে দিল্লিতে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী একসঙ্গে জোটের কথা ঘোষণা করেন। যদিও 1993 সালেও মুলায়ম সিংহ এবং কাশীরামের মধ্যে জোট হয় কিন্তু 1995 সালে তা ভেঙেও যায়।

Related Videos