বারাণসীতে গঙ্গাবক্ষে নৌকা করে প্রচার করবেন প্রিয়াঙ্কা গান্ধী 'Boat' Campaign On Ganga

জাতীয় নির্বাচনের জন্য হাতে আর এক মাসেরও কম সময় রয়েছে। আর দেরি না করে আনুষ্ঠানিকভাবে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে কংগ্রেসের নির্বাচনী প্রচারণা শুরু করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। পূর্বে এলাহাবাদ নামে পরিচিত, প্রয়াগরাজ প্রিয়াঙ্কা গান্ধীর পিতামহ জওহরলাল নেহেরুর জন্মস্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গ থেকেই সরাসরি নির্বাচনী যুদ্ধ শুরু করতে ইচ্ছুক কংগ্রেস। তাই প্রচারণার জায়গার শীর্ষ তালিকায় রাখা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বারাণসীকেও।