NDTV বাংলায় আজকের (06.09.2019) সেরা খবরগুলি

বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আজকের সেরা খবরগুলি: আজ রাতেই চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ২, শিশুদের সঙ্গে নিয়ে সরাসরি প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী "গুরুতর কিছু অভিযোগ নয়", এয়ারসেল-ম্যাক্সেস মামলায় মন্তব্য বিচারকের কড়া ট্রাফিক আইনের জের, জরিমানা বাবদ হরিয়ানা এবং ওড়িশায় সংগ্রহ ১ কোটিরও বেশি চেন্নাই প্লান্টে পাঁচটি কর্মহীন দিবসের রিপোর্টকে অস্বীকার করেছে অশোক লেল্যান্ড