NDTV বাংলায় আজকের (17.03.2020) সেরা খবরগুলি

বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আজকের সেরা খবরগুলি: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু মহারাষ্ট্রে, গোটা দেশে এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তিন জনের "যদি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ওপর হামলা হতে পারে, তাহলে আমরা কিভাবে সুরক্ষিত?" প্রশ্ন কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে যাদের বাড়িতে পৃথকীকরণ করে রাখা হয়েছে, মহারাষ্ট্রে তাদের স্টাম্প মারার ব্যবস্থা "শপথ নেওয়ার পর আমি কথা বলব," রাজ্যসভায় মনোনীত হওয়া প্রসঙ্গে বললেন রঞ্জন গগৈ আস্থা ভোট নিয়ে বিজেপির করা আবেদনের পরিপ্রেক্ষিতে কমল নাথকে নোটিশ সুপ্রিম কোর্টের, আগামীকাল শুনানি