হিংসার পরে বিজেপি বাংলায় "ডাবল ড্রাবিং" পাবে: NDTV কে জানালেন ডেরেক ও'ব্রায়েন

বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো এর দিনের কলকাতায় বড় হিংসার দিনে প্রবীন তৃনমুল কংগ্রেস নেতা ডেরেক ও'ব্রায়েন বিজেপিকে 'বাংলার বাইরের গুন্ডা' বলে অভিযোগ করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুর্তি ভাঙ্গার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি।