যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত এমজে আকবরের সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এশিয়ান এজ সংবাদ পত্রের প্রাক্তন এবং বর্তমান ১৭ জন মহিলা সাংবাদিক পাটিয়ালা হাউস কোর্টে এমজে আকবর সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানানোর জন্য আপিল করেছেন, তাদের দাবি তাদের কথাও শোনা হোক। তারা প্রিয়া রমানিকে সমর্থন করেছেন, এবং তার পাশে ব্যাপারেও আশ্বাস দিয়েছেন।