সিবিআই বিতর্ক প্রসঙ্গে অরুণ জেটলি

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্দরে চলতে থাকা বিতর্কের মাঝে সিবিআইয়ের অধিকর্তা অলোক বর্মা এবং বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হল। এখন তাঁদের সিবিআই অফিসে আসতে মানা করা হয়েছে। অলোক বর্মার জায়গায় অন্তর্বর্তীকালীন অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও। 1986 সালের এই আইপিএস আফিসার এতদিন ছিলেন যুগ্ম অধিকর্তা পদে। সরকারি নির্দেশিকা জারি করে বলা হয়েছে নাগেশ্বর রাও সিবিআই অধিকর্তার দায়িত্ব সামলাবেন। সিবিআই বিবাদকে কেন্দ্রীয় সরকারের তরফে অর্থমন্ত্রী অরুণ জেটলি বিচিত্র ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি বলেন দুই আধিকারিকের মধ্যে কে ভুল কে ঠিক তা নিয়ে তদন্ত হবে। এই তদন্ত সরকার করবে না। তার জন্য CVC-র আধিকারিকের আছে তিনি এও জানান, ওই দুই আধিকারিক থাকতে এই মামলার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় তাই তাঁদের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসন বণ্টন নিয়ে বিহারে এখনও ঐক্যমতে আসেনি এনডিএ। নীতিশ কুমারের দল জেডিইউ-র স্পষ্ট কথা, বিজেপি-র থেকে কম আসনে লড়বে না তারা। বিজেপি সূত্রের খবর, 16-17 ফর্মুলা মেনে চলতে চায় তারা। 2020 সালের এপ্রিল থেকেই ভারতে BS-VI গাড়িই বিক্রি হবে। এরজন্য কেন্দ্রীয় সরকার তিন মাসের যে সময় চেয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।কেন্দ্র চেয়েছিল সময় বাড়িয়ে জুলাই পর্যন্ত করা হোক। কিন্তু শীর্ষ আদালত তা মানতে চায়নি। পেটিএমের মালিকের কাছ থেকে 20 কোটি টাকা হাতানোর চেষ্টার অভিযোগে ধৃত কম্পানির ভাইস প্রেসিডেন্ট সোনিয়া ধবন সমেত তিন অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের কাছ থেকে একটি ডিস্ক পাওয়া গেছে। তা নিয়ে তদন্ত করা হবে।প্রয়োজনে তাদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করবে পুলিশ।

Related Videos