বিশাখাপত্তনম বিমানবন্দরে YSR কংগ্রেস প্রমুখ জগমোহন রেড্ডির উপর চলল হামলা। বিমানবন্দরের ক্যান্টিনের কর্মীরা তাঁর সঙ্গে সেলফি তুলতে চান, কিন্তু তাতে রাজী হন না রেড্ডি। এই নিয়েই রাগের জেরে তাঁর উপর চড়াও হন এক ব্যক্তি।সিবিআই বিবাদ নিয়ে রাজস্থানের কোটায় নিজের নির্বাচনী র্যালিতে প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ভয় পেয়েছেন। যদি সিবিআই চিফ রাফাল চুক্তির তদন্ত শুরু করতেন তাহলে সব প্রকাশ্যে চলে আসত। সেই কারণেই মাঝরাতে বেআইনিভাবে সিবিআই চিফকে ছুটিতে পাঠানো হয়েছে।ভীমা কোরেগাও হিংসা মামলায় মহারাষ্ট্র সরকার বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করল সুপ্রিম কোর্টে। হাইকোর্ট চার্জশিট দাখিল করার জন্য ৯০ দিন সময় দেয়নি পুলিশকে। এই বিষয়টিকেই চ্যালেঞ্জ করে মহারাষ্ট্র সরকার। ২৯ অক্টোবর এই মামলার শুনানি দেবে সুপ্রিম কোর্ট।দিল্লির মুখ্য সচিব অংশু প্রকাশের সাথে মারামারির ঘটনায় পাটিয়ালা হাউস কোর্ট থেকে জামিন পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আম আদমি পার্টির ১১ জন বিধায়ক। আজ সকলেই উপস্থিত ছিলেন আদালতে। দিল্লি পুলিশ সকলের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছিল।