দীপাবলিতে কর্মচারীদের এফডি ও গাড়ি উপহার

মোদি সরকার দ্বারা সিবিআই-এর নির্দেশক আলোক ভারমাকে ছুটিতে পাঠানোর আদেশের বিরুদ্ধে কংগ্রেসের আজ অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে প্রতিবাদ জানাবে। CBI এর মধ্যেকার সমস্যা সামনে আসতেই আলোক ভারমা এবং বিশেষ পরিচালক রাকেশ আস্থানার মধ্যেকার দ্বন্দ্বও প্রকাশ্যে এসে পড়ে। তারপরেই কেন্দ্রীয় সরকার দু’জনকেই ছুটিতে পাঠিয়ে দেয়। এর বিরুদ্ধেই শুক্রবারে দিল্লিতে সিবিআই সদর দফতর এবং রাজ্যের রাজধানীগুলিতে সিবিআই কার্যালয়গুলির সামনে কংগ্রেস ধর্ণায় বসবে।

Related Videos