সিবিআই বিতর্ক: দেশব্যাপী কংগ্রেসের প্রদর্শনী, দিল্লিতে গ্রেফতার রাহুল গান্ধী

দিল্লিতে সিবিআইয়ের কেন্দ্রীয় কার্যালয় ও রাজ্যের রাজধানীগুলিতে সিবিআই কার্যালয়ের সামনে কংগ্রেসের ধর্ণা প্রদর্শনীর পরে লোধি রোড পুলিশ স্টেশনে রাহুল গান্ধীর গ্রেফতারি ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। CBI এর মধ্যেকার সমস্যা সামনে আসতেই আলোক ভারমা এবং বিশেষ পরিচালক রাকেশ আস্থানার মধ্যেকার দ্বন্দ্বও প্রকাশ্যে এসে পড়ে।

Related Videos