রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি (রাকাপা) ছাড়ার প্রায় এক মাস পরে তারিক আনোয়ার শনিবার কংগ্রেসে যোগদান করলেন। শনিবারে দিল্লিতে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী আনোয়ারকে কংগ্রেসের সদস্যপদ দান করেন। এই উপলক্ষে কংগ্রেস সভাপতি ছাড়াও, অশোক গেহলত সহিত অনেক বর্ষীয়ান কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন। আনোয়ার রাকাপা সভাপতি শরদ পওয়ারের একটি বক্তব্যের কারণে অসন্তুষ্ট ছিলেন। শরদ রাফালের চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছিলেন। পওয়ার বলেন যে রাফালে বিষয়ে মোদির উদ্দেশ্য নিয়ে জনগণের মন সন্দেহ নেই।