জম্মু কাশ্মীরের কিশ্তওয়াড়ে বিজেপি নেতা অনিল পরিহার ও তাঁর ভাইকে সন্দেহভাজন দুষ্কৃতীরা গুলি চালিয়ে হত্যা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, বিজেপির রাজ্য ইউনিট সেক্রেটারি অনিল পরিহার ও তার ভাই অজিত কিশ্তওয়াড়ে নিজেদের দোকান থেকে ফিরছিলেন, সেই সময়ে তাদের উপর গুলি করা হয়। এই ঘটনার পরে কিশ্তওয়াড়ে কারফিউ জারি করা হয়েছে।