আসামে হত্যাকাণ্ডের প্রতিবাদে বনধ

নভেম্বর আসামে ঘটা হামলায় পাঁচজনের মৃত্যুর প্রতিবাদে আসামের বিভিন্ন বাংলা সংগঠন 24 ঘণ্টা বনধের ডাক দিয়েছে। শুক্রবার তিনসুকিয়াতে অল আসাম বাংলা ইউথ স্টুডেন্ট ফেডারেশন (ABYSS) সন্ত্রাসী হামলায় প্রতিবাদে বিক্ষোভ করছে, জেলাগুলিতে 12 ঘণ্টার বনধ জারি ছিল। উল্লেখ্য যে, বৃহস্পতিবার বিকেলে তিনসুকিয়া জেলায় অজ্ঞাত দুষ্কৃতীরা গুলি করে পাঁচজনকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, এর পিছনে আলফা জঙ্গিদের হাত রয়েছে।

Related Videos