বিশেষ পুজোর জন্য উন্মুক্ত শবরীমালা মন্দির

শবরীমালা মন্দির গতকাল আরও একবার বিশেষ পুজোর জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দির আজ রাত দশটায় বন্ধ হবে। সকল ভক্তদের নিরাপত্তা দিতে প্রশাসন মন্দির চত্ত্বরে এবং আশপাশের প্রায় 1500 পুলিশ জওয়ান নিযুক্ত করেছে।