নোট বাতিল নিয়ে কেন্দ্রকে এক হাত নিল কংগ্রেস

কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন যে সরকার নোটবাতিল করার জন্য চারটি কারণ বলেছিলেন... যার মধ্যে কালো টাকার উপর লাগাম, দুর্নীতির উপর লাগাম, সন্ত্রাসবাদীদের ফান্ডিং বন্ধ করা এবং বাজারে বিদ্যমান জাল টাকার উপর লাগাম এই চারটি বিষয় ছিল.. কিন্তু দুই বছর পরে চারটি বিষয়ই ভুল প্রমাণিত হয়েছে... পরে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও সাংবাদিক সম্মেলন করে নোটবাতিল বিষয়ে সরকারকে ব্যর্থ বলে মন্তব্য করেন।