দাসল্টের সিইও এরিক, রাফাল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আম্বানি ও রিলায়েন্স আমাদের নিজস্ব পছন্দ, আর এখানে শুধু রিলায়েন্স নেই, আমাদের সাথে এর আগে থেকেই আরও তিরিশ জন অংশীদার আছেন। ভারতীয় বায়ু সেনার নিজেদের রক্ষার জন্য যুদ্ধ বিমানের প্রয়োজন, সেই কারণে তারা আমাদের সমর্থন করছে।