যুদ্ধ বিমান রাফাল কেনা নিয়ে আদালতের নজরদারিতে তদন্ত হবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পরে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দিয়েছেন যে, রাফেল নিয়ে তখনই আলোচনা হবে, যখন কোর্ট এই সংক্রান্ত কোনো খবর সর্বজনিক করার প্রয়োজন মনে করবে। অন্যদিকে মোদী সরকারের এটর্নি জেনারেল কে কে বেনুগোপালের প্রশ্ন এই বিষয় নিয়ে কি আদালত বিচার করতে পারে? এর আগে সোমবার আদালতে 59 হাজার কোটি টাকা খরচের 36 টি যুদ্ধ বিমান কেনা সংক্রান্ত তথ্য মুখ বন্ধ খামে আদালতে জমা দেয় কেন্দ্র।