রিসেপশনে তাক লাগাতে প্রস্তুত রণভীর ও দীপিকা

বৃহস্পতিবার রাত 8 টায় সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি টুইট করেছেন দীপিকা ও রণভীর, কয়েক সেকেন্ডেই ভাইরাল হয়েছে সেই ছবি। মাত্র 40 জন অতিথির উপস্থিতিতে অত্যন্ত কঠোর নিরাপত্তা সঙ্গে এই বিয়ে আয়োজিত হয়েছে। বিয়েতে অতিথিদের মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করার অনুমতি ছিল না। বিয়ের উচ্ছ্বাস রণভীর সিংয়ের ঘরেও ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ে রণভীরের ঘরের আলোকসজ্জা চোখ কাড়ছে সকলের। দুই পরিবারই এখন রিসেপশনের প্রস্তুতি নিচ্ছেন।

Related Videos