গুজরাটের কেভাদিয়ায় ১৮২ মিটার লম্বা সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির একটি চমত্কার দৃশ্য পাওয়া গেল।নর্মদা নদীর তীরে একতার এই মূর্তি স্থাপিত। আমেরিকার একটি স্যাটেলাইট স্কাই ল্যাবের মাধ্যমে পাওয়া এই ছবিতে নদী ও মূর্তিকে একসঙে দেখা যাচ্ছে। ঘটনাচক্রে ২০১৭ সালে একটি বারেই ১০৪ টি স্যাটেলাইট চালু করার বিশ্ব রেকর্ড তৈরি করে। পিএসএলভিতে একই আমেরিকান কোম্পানির ৮৮ টি ইমেজ ডোভ স্যাটেলাইট ছিল।