পাঞ্জাবের প্রার্থনা গৃহে গ্রেনেড হানা , মৃত ৩, আহত ১০

পাঞ্জাবের অমৃতসরের রাজসাঁসী গ্রামের নিরানকারী ভবনে গ্রেনেড বিস্ফরণে কমকরে তিন জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সুরিন্দর পরমার ঘটনার খবর জানিয়েছেন। তিনি জানান আহতদের হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে