অযোধ্যায় কাল বিশ্ব হিন্দু পরিষদ ও শিবসেনার বৈঠক

আগামীকাল বিশ্ব হিন্দু পরিষদ ও শিবসেনা আয়োজিত বৈঠক উপলক্ষে অযোধ্যায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে আজ দুপুরে ২টো নাগাদ অযোধ্যা পৌঁছবেন। রাম জন্মভূমিতে সেনাপ্রধান প্রার্থনা করবেন, সরযূ নদীতে আরতিতে অংশ গ্রহণ করবেন এবং সন্যাসী ও সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবেন। শিবাজীর জন্মভূমি, পুনের শিবনেরি দুর্গ থেকে তিনি এক কলস মাটি নিয়ে যাবেন, যা জন্মভূমিতে পুরোহিতকে হস্তান্তর করবেন।

Related Videos