গৌরী লংকেশ কান্ড: অ্যাডিশনাল চার্জশিট তৈরী

গত বছর সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে নিজের বাসস্থানে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন সাংবাদিক গৌরী লংকেশ। তাঁর মৃত্যুর তদন্তের অ্যাডিশনাল চার্জশিট তৈরি হয়েছে বলে জানা গেল। তাঁর মৃত্যুর জন্য ১৮ জন সন্দেহভাজনের তালিকা প্রকাশ করেছে পুলিশ। যার মধ্যে ১৬জন ধরা পড়েছে এবং ২জন পলাতক। সন্দেহভাজনদের তালিকায় সনাতন সংঘের সদস্যদের নাম রয়েছে এবং পরশুরাম ওয়াঘমারের নাম প্রথমেই রয়েছে। পুলিশের ধারণা সেই গুলি করেছে গৌরী লংকেশকে

Related Videos