ভারতীয় হাইপারস্পেক্ট্রাল ইমেজিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C43 সাহায্যে সফল্ভাবে লঞ্চ হল ভারতের হাইপারস্পেক্ট্রাল ইমেজিং স্যাটেলাইট। ইসরো দ্বারা পাঠানো এই উপগ্রহ পৃথিবীর পর্যবেক্ষণ করবে, এর প্রাথমিক লক্ষ্য ভূপৃষ্ঠের পর্যবেক্ষণ। হাইপারস্পেক্ট্রাল ইমেজিং স্যাটেলাইট দিয়ে ৮ টি দেশের ৩০ টি বিদেশী উপগ্রহ পাঠানো হয়েছে মহাকাশে। যার মধ্যে একটি মাইক্রো এবং ২৯ টি ন্যানো স্যাটেলাইট রয়েছে। এই সব উপগ্রহকেই PSLV-C43-এর সাহায্যে কক্ষপথে স্থাপন করা হবে। যতগুলি উপগ্রহ পাঠানো হচ্ছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ২৩ টি উপগ্রহ রয়েছে